মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিনোদন | KIFF 23: কল্পনায় প্রসেনজিৎ ‘চক্রবর্তী’ই হলেন: রাজ।। কাল্পনিক ছবির নায়ক বলেই ঋতুর ছবিতে: প্রসেনজিৎ

নিজস্ব সংবাদদাতা | | Editor: শ্যামশ্রী সাহা ০৯ ডিসেম্বর ২০২৩ ১৯ : ১৮


প্রজন্ম বদলেছে। বদলেছে ছবি দেখার দৃষ্টিভঙ্গি। আগে বাংলা ছবি গল্প শোনাত। এখন বাস্তব দেখায়। আর তাই আগেকার পরিচালকদের গল্প কল্পনার অনেকটা জায়গা থাকত। এখন যেটা তুলনায় যেন কম। এই প্রজন্ম কি তা হলে কাল্পনিক ছবির বদলে বাস্তবধর্মী ছবি দেখতে বেশি পছন্দ করে? এমনই সমসাময়িক বিষয় নিয়ে সাজানো ২৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শনিবারের ‘সিনে আড্ডা’। সূত্রধর রাজ চক্রবর্তী। আড্ডা দিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, আবীর চট্টোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, জীতু কমল প্রমুখ। এঁদের সম্বর্ধনা জানান স্বরূপ বিশ্বাস, হরনাথ চক্রবর্তী, পিয়া সেনগুপ্ত, দিগন্ত বাগচি, জুন মালিয়া এবং উৎসবের অন্যান্য কর্মকর্তারা। 

রাজ তাঁর ছবিতে আজও গল্প বলতে ভালবাসেন। সুতরাং, তাঁর ছবিতে কল্পনা থাকবেই। সেই কল্পনার ডানায় ভর দিয়ে আড্ডার শুরুতেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বানিয়ে দিলেন ‘প্রসেনজিৎ চক্রবর্তী’! বললেন, ‘‘আজ আপনাদের সামনে বক্তব্য রাখবেন প্রসেনজিৎ চক্রবর্তী! ধরে নিন, আমার কল্পনায় রঙিন এক নতুন চরিত্র। এভাবেই কিন্তু গল্পের জন্ম। এবং তার থেকে ছায়াছবির।’’




রাজের কথার সুর ‘ইন্ডাস্ট্রি’র কথাতেও। তাঁর অকপট স্বীকারোক্তি, ‘‘আমি বরাবর অবাস্তব ছবি করে এসেছি। কল্পনায় ভর করে সে ছবি তৈরি। সেটা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ হোক বা ‘অমর সঙ্গী’। যদিও আমি কাল্পনিক আর বাস্তবধর্মী ছবি বুঝি না। আমার কাছে ছবি মানেই হয় ভাল নয় খারাপ। সেই অনুযায়ী, আমি কিন্তু দীর্ঘ ৪০ বছর ধরে কাল্পনিক ছবির নায়ক হয়েছি বলেই প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষ তাঁর বাস্তবধর্মী ছবিতে আমায় ডেকেছিলেন। এবং বলেওছিলেন, ‘‘ভাগ্যিস তুই বাণিজ্যিক ছবি করে জনপ্রিয়। তাই তোকে নিতে পারছি। তোর নামে ভরসা পান প্রযোজক!’’

একই কথা শোনা গিয়েছে জীতু কমলের মুখেও। জীতু সম্প্রতি অনীক দত্তের ‘অপরাজিত’ ছবিতে নায়ক ‘অপরাজিত রায়’-এর ভূমিকায় অভিনয় করেছেন। যার আদল সত্যজিৎ রায়ের আদলে গড়া। তাঁর জন্মশতবর্ষে তাঁকে শ্রদ্ধা জানাতে। ছবিটি অবশ্যই বাস্তবধর্মী। জীতুর কথায়, ‘‘সঙ্গে কল্পনাও আছে। নইলে একটি ছবির গল্প দাঁড়াবে না। একজন মানুষের জীবনের সত্যটুকু তুলে ধরা কিন্তু জীবনী ছবির উদ্দেশ্য নয়। তাঁর ভাল-মন্দ, সাদা-কালো দিক ছুঁয়ে পর্দার চরিত্রকে রক্তমাংসের বানাতে গেলে কল্পনার রং মেশাতেই হবে।’’ অভিনেতার আরও দাবি, অভিনয়ের আগে তিনি কিংবদন্তি পরিচালককে পর্দায় খুঁটিয়ে বোঝার চেষ্টা করেছেন। কিছুটা পড়াশোনা করে। কিন্তু বাকিটা? তাঁকে কল্পনা করে নিতে হয়েছে।



একই কথা বলেছেন আবীর, ঋতাভরী, খরাজ। প্রত্যেকের দাবি, আজকের দিনের ছবি যতই বিষয়নির্ভর, বাস্তবধর্মী হোক— কল্পনার তুলি না বোলালে সে ছবি পুরোপুরি রঙিন হয় না!  

ছবি: বিপ্লব মৈত্র   



  




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

শাহরুখ-সলমন-আমির তাঁর 'ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর'! কেন এত বড় কথা বললেন 'তুম্বাড়'-এর‌ নায়ক?...

‘শয্যাসঙ্গী হতে চাই’ বললেন মহিলা, শুনে অভিভূত আমির! তারপর কী করলেন ‘মিঃ পারফেকশনিস্ট’? ...

আলাপ থেকে বন্ধুত্ব হয়েই জমাট প্রেম! অভিষেক-ঐশ্বর্যার বিচ্ছেদের জল্পনার মাঝেই ফিরে দেখা যাক সেইসব ঘটনা ...

Breaking: বাংলা ভুলে ওড়িয়া ভাষায় কথা বলছেন জয়িতা! নতুন রূপে ধরা দেবেন কোন ধারাবাহিকে?...

মন্দিরে পুজো দিতে গিয়ে ভয়ানক দুর্ঘটনার কবলে মধুমিতা! দুমড়ে মুচড়ে গেল গাড়ি, কেমন আছেন অভিনেত্রী?...

অব্যর্থ নিশানায় বাজিমাত করতে আসছে 'রাঙামতি'! শেষ হচ্ছে‌ কোন ধারাবাহিক?...

৩৫ লাখ টাকা বেতনের চাকরি ছেড়ে অভিনয় জগতে , তারপর? মায়ানগরীর সফর নিয়ে আর কী বললেন বিক্রান্ত ম্যাসি?...

২৭৫ কোটি টাকা পারিশ্রমিক! শাহরুখ-সলমন নন, এইমুহুর্তে দেশের সবথেকে 'দামী' তারকা কে জানেন?...

বিচ্ছেদের যন্ত্রণা ভুলবেন কীভাবে? কোন ধরনের পুরুষদের থেকে দূরে থাকবেন? টিপস্ দিলেন অনন্যা পাণ্ডে...

'ইব্রাহিমের উচিত আমিরের কথা শোনা', কোন বিষয়ে নিজের থেকেও বেশি আমির খানের উপর ভরসা সইফের?...

‘ভুলভুলাইয়া ৩’র পর ফের একসঙ্গে কার্তিক-তৃপ্তি! কোন বাঙালি পরিচালকের ছবিতে জুটি বাঁধছেন? ...

তিন মাস গড়াতেই ঝাঁপ বন্ধ দেবচন্দ্রিমার হিন্দি ধারাবাহিকের, এবার কী সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী? ...

Exclusive: 'আমার জীবনের গল্প বলছে এই গান', এ আর রহমানের প্রশংসায় উচ্ছ্বসিত 'বহুরূপী'র সঙ্গীত পরিচাল...

বাবা হতে গেলে করতেই হবে এই কাজ! অক্ষয়ের উপর কোন কঠিন শর্ত চাপিয়েছিলেন টুইঙ্কেল?...

মেয়েকে বড় করতে কোন কঠোর নিয়ম মানবেন দীপিকা?ঐশ্বর্য, অনুষ্কার পথ অনুসরণ করে কী সিদ্ধান্ত নিলেন?...



সোশ্যাল মিডিয়া



12 23